বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে দিবালোকে ফ্লিমি ষ্টাইলে কস্টি পাথরের মুর্তি চুরি করে নিয়েছে র্দুবৃত্তরা। ভয়ে থানায় অভিযোগ করতে পারেনি ক্ষতিগ্রস্থরা।

স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার রত্নপুর ইউনিয়নের থানেশ্বর কাঠি গ্রামের নিত্যানন্দ বৈদ্য ও তার ছেলে রুহিদাস কয়েক বছর পূর্বে ভোলা জেলায় মৎস্য শিকার করতে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে কস্টি পাথরের গাভী মূর্তি পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরিবারের লোকজন মূর্তিটি পাওয়ার পর থেকে পূজা অর্চনা করে আসছিল। নিত্যানন্দর ছোট ছেলে প্রকাশ বৈদ্যর সাথে পরিচয়ের সূত্র ধরে একই ইউনিয়নের ছয়গ্রামের মৃত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে মনির হাওলাদার তার ঘরে যাওয়া আসার সুযোগে নজর পরে কস্টি পাথরের মুর্তির উপর। সম্প্রতি মনির কৌশলে গাভী মুর্তি নিয়ে যায়। ঘটনার পরপরই পাশের বাড়ি থেকে গৃহবধূ ঝর্না ফিরে এসে মূর্তি না দেখে ডাক চিৎকার দিলে বাড়ির অন্য ঘরের লোকজন আসার পূর্বেই দ্রুত চলে যায় র্দুবৃত্তরা। মনির ও তার লোকজন পুলিশকে ঘটনাটি না বলার জন্য শাসিয়ে দেয়। এঘটনার ভুক্তভোগি পরিবার নিরাপত্তার কারণে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করতে পারেনি বলে জানান। ওই ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, তিনি ভুক্তভোগীদের আইনী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন ঘটনাটি এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/পিবি/মার্চ ১০,২০১৫)