স্টাফ রিপোর্টার : টানা কয়েক মাস মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও ফেব্রুয়ারিতে তা কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিবিএস মূল্যস্ফীতি প্রকাশ করেছে। জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিলো ৬ দশমিক শূন্য ৪ শতাংশ।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রীর ব্যাখ্যা হচ্ছে, বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাসা ভাড়া বেড়ে যায়। ছেলে-মেয়েদের স্কুলে ভর্তিসহ আনুসঙ্গিক কিছু খরচ বাড়ে। তাই খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়ে গেছে। যার প্রভাব গিয়ে সার্বিক মূল্যস্ফীতিতে পড়েছে।

জানা গেছে, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিলো ৭ দশমিক ৪৪ শতাংশ।

(ওএস/এএস/মার্চ ১০, ২০১৫)