নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে নড়াইলে আনন্দ মিছিল হয়েছে।  সোমবার সন্ধ্যায় ইংলান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় এবং কোয়াটার ফাইনাল নিশ্চিত হতেই শহরের বিভিন্ন স্থানে ক্রীটেমপ্রেমীরা মিছিল বের করে। শহরের নড়াইল চৌরাস্তা, রূপগঞ্জ মুচিরপোল, পুরাতন বাসটার্মিনাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম সহ বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এসময় মাশরাফি ও বাংলাদেশ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে আনন্দ মিছিলে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মোহাম্মদ জাকির হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, ক্রীড়া সংগঠক আঃ রশিদ মন্নু, নারী নেত্রী সালমা রহমান কবিত সহ ক্রীকেটপ্রেমীরা অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে সময় রাস্তার দু পাশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। মিছিল ও আনন্দ উল্লাসের সাথে চলে রঙের ছড়াছড়ি। ঐতিহাসিক এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ দল ফাইনালে খেলবে এমনটাই আশা নড়াইলবাসীর।

(টিএআর/পিবি/মার্চ ১০,২০১৫)