গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি অনুমতি ছাড়াই একটি সড়কের ৪শ’ গাছ বিক্রি অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে থানা অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্তল থেকে ২৬টি কাটা ইউকিলিপটাশ গাছ জব্দ করেছে।
এলাকাবাসীর জানায় গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু ও বেসাইন সমিতি সভাপতি যোগসাজসে বেসাইন সড়কে লাগানো গাছের মধ্যে থেকে ৪শ’ গাছ ৩ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রয় করে। গাছ কাটা শুরু হলে বিষয়টি এলাকাবাসীর কাছে প্রকাশ পায়। এলাকাবাসী থানায় অভিযোগ করলে গোবিন্দগঞ্জ থানার এ এস আই হারুন ঘটনাস্থল থেকে ২৬টি কাটা ইউকিলিপটাশ গাছ জব্দ করে।
এব্যাপারে কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুন-উল-হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই সড়কের গাছ বিক্রির কোন অনুমোদন নেই। গাছ কাটার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সেগুলি জব্দ করা হয়েছে। গাছ কর্তনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এসডি/পিবি/মার্চ ১০,২০১৫)