নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মঙ্গলবার নির্বাচিত আটটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল অর্থায়নে ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ওই ল্যাবটপ বিতরণ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার সিরাজুম মনিরা, প্রকৌশলী শহিদুল ইসলাম, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস প্রমুখ।

(এমআর/এএস/মার্চ ১০, ২০১৫)