বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ক্রিকেটার রুবেল শহর বাগেরহাটে আনন্দ র‌্যালী বের করা হয়েছে। মঙ্গলবার বিকালে বাগেরহাট জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি ও  পৌর মেয়র খান হাবিবুর রহমানের নেতৃত্বে ষ্টেডিয়ামের সামনে থেকে আনন্দ র‌্যালীটি বের হয়।

শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, ইজিবাইক, রিক্সার এই র‌্যালীটি পৌর শহরের প্রতিটি সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে ক্রিকেটপ্রেমী ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বাগেরহাটের সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।

আনন্দ র‌্যালীতে অংশ গ্রহনকারিরা বাগেরহাটের কৃতি সন্তান রুবেলের কৃত্বিতপূর্ণ বোলিংয়ের জন্যই বাংলাদেশের জয় এসেছে দাবি করে বাগেরহাটবাসি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানায়।

(একে/এএস/মার্চ ১০, ২০১৫)