সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়ায় এক প্রকৌশলীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা বিনতে রাজ্জাক ক্রান্তি (৩৮) সাবেক চেম্বার প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রউফ মুক্তা কনস্ট্রাকশন ফার্মের প্রকৌশলী শামিম আল রাজির স্ত্রী।

সদর থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম স্থানীয়দের বরাদ দিয়ে জানান, পাবনা জেলার কাশিনাথপুরের ছাতিয়ানী গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা ক্রান্তির সঙ্গে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তাজুরপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে প্রকৌশলী শামিমের ১৫ বছর আগে বিয়ে হয়। দীর্ঘ দিনেও তাদের সন্তান না হওয়ায় সংসার জীবনে দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার রাতে গৃহবধূ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় স্বামী বাসায় ছিলেন না।

লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

(ওএস/এটিআর/মার্চ ১১, ২০১৫)