লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে শালনগর ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মাহমুদ শেখ (৪০) গণধোলাইয়ের শিকার হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউপির চর শালনগর গ্রামের ইউপি মেম্বর মাহমুদ শেখের (৪০) সাথে একই গ্রামের ব্যবসায়ী মোশারেফ মোল্যার স্ত্রী ২ সন্তানের জননী শিউলি খানমের (২৫) অবৈধ সম্পর্ক চলে আসছিল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শনিবার গভীর রাতে ওই সদস্য শিউলি খানমের ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় প্রতিবেশী মাসুদুর রহমান ও সাইফুল মোল্যার নেতৃত্বে গ্রামবাসীরা মাহমুদকে হাতেনাতে আটক করে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ শিউলি খানম ও মাহমুদকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ চিকিৎসার জন্য মাহমুদকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ইনচার্জ সুভাষ বিশ্বাস বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গৃহবধূ শিউলি খানমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
(আরএম/এএস/মে ১১, ২০১৪)