রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কমিটি গঠন নিয়ে দন্দ্বের জের ধরে নজরুল ইসলাম সিকদার নামে এক জাপা নেতাকে লাঞ্চিত করেছে যুবসংহতির নেতা ইউছুফ ছৈয়ালের নেতৃতে অপর গ্রুপের কর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজারের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এঘটনায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ইত্তেজনা বিরাজ করছে।

জানাযায়, জাপার নেতা নজরুল ইসলাম সিকদার গত এক বছর ধরে ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি গঠন থেকে শুরু করে দলীয় কার্যক্রমে সক্রিয় ভুমিকা পালন করে আসছিল। সোমবার ৪নং ওয়ার্ড কমিটিতে নজরুল ইসলাম সভাপতিও নবী হোসেন সম্পাদক প্রার্থী হন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষনা করতে সভায় প্রস্তুতি চলছিল। এসময় ইউনিয়ন যুবসংহতি নেতা ইউছুফ ছৈয়াল তার কয়েকজন অনুসারীকে নিয়ে কমিটি গঠন বৈঠকে উপস্থিত হয়ে একটি পকেট কমিটির তালিকা উপস্থাপন করে অনুমোদন দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে উপস্থিত জাপা নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে নজরুল ও নবীকে সভাপতি ও সম্পাদক হিসেবে নাম ঘোষনা দেন। এতে উত্তেজিত হয়ে ইউছুফ ছৈয়াল নজরুল ইসলাম সিকদারের ওপর হামলা চালান। তাকে লাথি-কল-ঘুষি মেরে চরম লাঞ্চিত করেন। এঘটনায় যোগাযোগ করা হলে জাপা নেতা নজরুল ইসলাম সিকদার ও যুবসংহতির নেতা একে অপরকে দোষারোপ করে পরস্পর বিরোধী বক্তব্য দেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। কমিটি নিয়ে নিজের দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি হওয়া দুঃখজনক। দোষীদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভংঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।


(পিকেআর/পিবি/মার্চ ১১,২০১৫)