ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে পশুপালন অনুষদের পাঁচটি বিভাগে লেকচারার পদে নিয়োগ প্রক্রিয়া আগামী চার মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের মহাসচিবসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ৫ জন গ্র্যাজুয়েট গত ৫ই মার্চ হাইকোর্টে রিট করেন। রিট পিটিশনের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেয়া হয়। জানা যায়, পোলট্রি বিজ্ঞান, ডেইরি বিজ্ঞান, পশুপুষ্টি, পশুবিজ্ঞান এবং পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি বাকৃবিতে একমাত্র পশুপালন অনুষদ থেকেই দেয়া হয়। অথচ গত ১১ই ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে দেয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে পশুপালনে গ্র্যাজুয়েটদের জন্য আবেদনের সুযোগ রাখা হয়নি। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ওই বিভাগগুলোর লেকচারার পদে শুধুমাত্র ভেটেরিনারি গ্র্যাজুয়েট ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন থেকে রেজিস্টার্ড ভেটেরিয়ানদের জন্য আবেদনের সুযোগ রাখা হয়। হাইকোর্টের ১১ নং আদালতের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও ভবানী সিংয়ের সমন্বয়ে গঠিত আদালত এ স্থগিতাদেশ দেয়। এদিকে ওই পদে নিয়োগের ক্ষেত্রে কেন পশুপালনে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে না তা জানতে চাওয়া হয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ, বিপিএসসির চেয়ারম্যান, পরিচালকসহ ৭ জনের কাছে।

(জেআর/পিবি/মার্চ ১১,২০১৫)