স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীলঙ্কার দেওয়া ৩৬৪ রানের জবাবে ব্যাট করছে । শেষ খবর পাওয়া পর্যন্ত স্কটিশদের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান।

এর আগে ব্যাট করতে নেমে সাঙ্গাকারা-দিলশানের জোড়া সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৬৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে দলীয় ২১ রানে লাহিরু থিরিমান্নে বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন সাঙ্গাকারা-দিলশান।

আউট হওয়ার আগে ১০টি চার ও একটি ছক্কায় ৯৯ বলে ১০৪ রান করেন দিলশান আর ৯৫ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংস খেলার পথে সাঙ্গাকারা মেরেছেন ১৩টি চার ও চারটি ছয়। জয়াবর্ধনে আউট হয়েছেন মাত্র ২ রান করে।

শেষ দিকে অধিনায়ক ম্যাথুস ২১ বলে ৫১ আর কুশল পেরেরা ১৩ বলে ২৪ করলে ৩৬৩ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। স্কটল্যান্ডের পক্ষে জজ ডেভি নেন ৩ উইকেট।

(ওএস/এএস/মার্চ ১১, ২০১৫)