স্টাফ রিপোর্টার : এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ কর বাড়াতে হলে ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আহ্বান জানিয়েছেন ।

বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন-২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআরের প্রতি আহ্বান জানিয়ে কাজী আকরাম বলেন, কর বাড়াতে চাইলে আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখুন। ব্যবসায়ীদের কর প্রদানে উদ্বুদ্ধ করলে কর আরো বাড়বে। গত পাঁচ বছরে ভ্যাট ৫ গুণ বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। এ জন্য দরকার কর-বান্ধব পরিবেশ।

ব্যবসায়ীদের জন্য মূসক দেয়ার প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, রাজস্ব আদায়ের প্রায় ৩৮ শতাংশ কর আসে ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ীরা সব সময় ভ্যাট দিতে ইচ্ছুক। ভবিষ্যতে আরও দিবে। তবে রাজনীতিবিদদের কাছে অনুরোধ দেশের পরিস্থিতি ভালো করুন। দেশ অস্থিতিশীল থাকলে ব্যবসায়ীরা যথাযথভাবে কর দিতে পারে না।

টার্নওভার কর প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানের টার্নওভার ২৪ লাখের নিচে হলে কর দিতে হয় না। আগামী বাজেটে এর পরিমাণ ৩৬ লাখ করা দাবি করছি। আশা করি এটা সরকার কার্য্কর করবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ১১, ২০১৫)