নাটোর প্রতিনিধি : চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, দূর্ঘটনা রোধ ও পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

বুধবার বিকেলে বনপাড়া পৌরসভার সম্মেলন কক্ষে এলাকার আইন শৃ্খংলা রক্ষায় করনীয় বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই আহবান জানান। একই সাথে মানুষের জানমালের নিরাপত্তা, ট্রাফিক জ্যাম ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতনা সৃষ্টি করতে পৌরসভা, পুলিশ ও ব্যবসায়ীদের অগ্রনী ভুমিকা রাখার পরামর্শ দেন তিনি।

বনপাড়া পৌরসভার মেয়র অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাবিবুর রহমান, পৌর সচিব রেজাউল করিম, উপজেলা বণিক সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, ময়েজ উদ্দিন, আতিকুর রহমান বেলাল, ব্যবসায়ী আবু বকর, হাজী বাবুল হোসেন প্রমূখ। এসময় পৌর পরিষদ,কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এলাকার আইন শৃ্খংলা সমুন্নত রাখতে শপথ গ্রহন করেন।

(এমআর/এএস/মার্চ ১১, ২০১৫)