কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নামা সিদলা গ্রামে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে ১৫ টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসদল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে নামা সিদলা গ্রামের সিদ্দিক মৃধার ছেলে শাহজাহান মৃধাকে একই গ্রামের তার তিন বন্ধু লিখন মিয়া, আলমগীর ও হেলাল ডেকে নিয়ে বেদম মারপিট করে। পরে তাকে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে নিজ গ্রামে শাহজাহানের জানাযা ও দাফন সম্পন্ন হয়। দাফনের পর কয়েকশ লোক মিছিল সহকারে গিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে ১৫ টি ঘর ও একটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসদল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সৈয়দ আবু সায়েমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হোসেনপুর থানা পুলিশ আগুন দেওয়ার ঘটনায় মাসুদ ও সলতু নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হোসেনপুর থানার ওসি মো: নান্নু মোল্লা জানান, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(পিকেএস/এএস/মার্চ ১২, ২০১৫)