স্টাফ রিপোর্টার : বাগেরহাটের মংলায় সেনা কল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ফ্যাক্টরির উপ-মহাপরিচালক ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন।

শুক্রবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপ-মহাপরিচালক ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন বলেন, ফ্যাক্টরি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে আহতদের প্রত্যেকের চিকিৎসা খরচও কোম্পানি দেবে।

এদিকে, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আহতদের প্রত্যেক পরিবারকে প্রাথামিকভাবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

শুক্রবার বেলা ১১টার দিকে মংলা বন্দর হাসপাতালে আহতদের খোঁজ নিতে এসে তিনি এ কথা বলেন।

(ওএস/পি/মার্চ ১৩, ২০১৫)