শেরপুর প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শেরপুর সদর উপজেলা পরিষদে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ১১ মে রবিবার সকালে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র সম্পর্কে প্রামান্য চিত্র প্রদর্শন, সরকারি বিভিন্ন বিভাগের ই-সেবা, আউটসোর্সিং, শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়া ক্লাস সংক্রান্ত ৯টি স্টল স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে এ মেলা শেষ হবে।
(এইচবি/এএস/মে ১১, ২০১৪)