স্টাফ রিপোর্টার : রেকর্ড ডেটের কারণে ১৫ মার্চ রবিবার  পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক লি.।

জানা যায়, গত বুধ ও বৃহস্পতিবার এই ব্যাংকগুলো স্পট মার্কেট ও ব্লক/অডলটে লেনদেন হয়।

ব্যাংক চারটি ৩১ ডিসেম্বার ২০১৪ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংক নগদ ৪০ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নগদ ১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ১৫ শতাংশ (নগদ ৫ এবং বোনাস ১০ শতাংশ) এবং সাউথইস্ট ব্যাংক নগদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ব্যাংকগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ডাচ-বাংলা ও ট্রাস্ট ব্যাংকের ৩০ মার্চ, সাউথইস্ট ব্যাংকের ২৯ মার্চ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজিএম অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

উলেখ্য, রেকর্ড ডেটের তারিখ পর্যন্ত শেয়ারহোল্ডারের নাম কোম্পানির রেজিস্টারে অন্তর্ভূক্ত থাকলে তিনি বার্ষিক সাধারণ সভা অথবা বিশেষ সাধারণ সভায় যোগদান এবং লভ্যাংশ প্রাপ্তি, রাইট শেয়ার প্রস্তাবে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হন।

(ওএস/পিবি/মার্চ ১৪,২০১৫)