আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন মারা গেছে বলে রয়টার্স জানিয়েছে। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায় বলে শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, অতিরিক্ত যাত্রী থাকার কারণে এটি ডুবে গেছ।

স্থানীয় কর্মকর্তারা বলছেন শুক্রবার রাতে উপকূলীয় শহর তাউনগক থেকে রাখাইন প্রদেশের রাজধানী সিত্তুয়ি’র উদ্দেশে রওয়ানা হয়েছিল ফেরিটি। কিন্তু উত্তাল সাগরে বড় বড় ঢেউয়ের মুখে ২০৯ জন যাত্রী নিয়ে এটি সাগরে ডুবে যায়।

মিয়ানমারের নৌ পরিবহন বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২৭ জন। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
(ওএস/পিবি/মার্চ ১৪,২০১৫)