আহমেদ জাকির

আমার মায়ের যত আদর
সব মিলিয়ে আমি
আমার কাছে মা দামি আর
মায়ের কাছে আমি।


মায়ের আঁচল ধরে আমি
ডাকি যখন ‌‌'ওমা'
মা বোঝে ঠিক ডাকের ভাষা
মা দেন গালে চুমা।

মায়ের আদর নিয়ে আমি
মায়ের বুকে সুখী
আমার হাসি বিচ্ছিরি খুব
মার কাছে চাঁদমুখী।

রাত্রে যখন ঘুম আসে না
আধার লাগে ভয়
ভয় তাড়াতে মায়ের তখন
অন্য পরিচয়।

মায়ের কাজের ভাবনা মাঝেও
সবচে বেশি আমি
আমার কাছে মা দামি আর
মায়ের কাছে আমি।

(এএস/মে ১১, ২০১৪)