রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা বিএসসিকে হত্যার চেষ্টা চালিয়েছে স্বশস্ত্র উলফা বাহিনীর দুর্বৃত্তরা। 

শুক্রবার উপজেলার হায়দরগঞ্জ বাজারের বটতলা নামক স্থানে এঘটনা ঘটে। গুরুতর আহত শহীদ উল্যা বিএসসিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উত্তেজিত এলাকাবাসী এঘটনায় বটতলায় প্রতিবাদ সমাবেশ করে মনু মিয়া নামে একজনকে গনপিটুনী দিয়েছে। উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও থানার ওসি একেএম মনজুরুল হক আখন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
জানাযায়, দির্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে গিয়ে উলফা বাহিনী নামে একটি গ্রুপের টার্গেটে পরিনত হয় ইউপি চেয়ারম্যান শহীদ বিএসসি। বিভিন্নভাবে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে আসছিল। শক্রবার তিনি হায়দরগঞ্জ ইউপি কার্যালয়ের পাশে একটি ফার্মেসীতে বসে গল্প করছিলেন। এসময় মনু মিয়া নামের উলফা বাহিনীর সদস্য স্বশস্ত্র অবস্থায় তার ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা ফার্মেসী মালিক সবুজ পাটোয়ারী, বাসেদ, নুরু, রুহুল আমিন, মনোয়ারসহ কয়েকজন আহত হন। পরে উত্তেজিত জনতা উলফা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নামে পরিচিত মনু মিয়াকে গন পিটুনী দেয়।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

(পিকেআর/পিবি/মার্চ ১৪,২০১৫)