পাকুন্দিয়া প্রতিনিধি : নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবিতে জেলার পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি হিসেবে উপজেলা পরিষদ গেইট সম্মুখে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ও পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজ এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ ও সুশীল সমাজের লোকজন প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে এ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও হোসেন্দী ডিগ্রি কলেজ, হাজী জাফর আলী কলেজ পৃথক ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জসীম উদ্দিন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আ. হাকিম, ফরিদ উদ্দিন, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন প্রমুখ।

(ওএস/এটিআর/মার্চ ১৪, ২০১৫)