স্টাফ রিপোর্টার : গণমাধ্যম ব্যক্তিত্বদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, সাংবাদিক নির্যাতন বন্ধ, সম্প্রচার নীতিমালা বাতিল, সাগর-রুনির প্রকৃত খুনীদের গ্রেফতার এবং মুক্ত ও গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাব প্রঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও পেশাজীবীরা অংশ নেয়।

অনশনে সাংবাদিক নেতারা বলেন, দেশে প্রতিদিনই সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। সংবাদ সংগ্রহে বাধা দেয়া হচ্ছে। হুমকি ও মামলা দেয়া হচ্ছে। টকশো নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংবাদ প্রচারে বিধিনিষেধ দেয়া হচ্ছে। দেশে গণতন্ত্র না থাকায় গণমাধ্যমের স্বাধীনতাও নেই। এজন্য গণতন্ত্র পুণপ্রতিষ্ঠার লড়াই করতে হচ্ছে সাংবাদিকদের। নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের সংকট নিরসনে যে প্রস্তাব দিয়েছেন তা সঠিক প্রস্তাব। অবিলম্বে এটি মেনে নিয়ে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে অতীতে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টাকারীরা যেভাবে ব্যর্থ হয়েছে, আপনারাও সেভাবে ব্যর্থ হবেন।

বিএফইউজে সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজে মহাসচিব এম এ আজিজ, ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/মার্চ ১৪, ২০১৫)