স্পোর্টস ডেস্ক, ঢাকা : কোয়ার্টার-ফাইনালের আগে বাংলাদেশের ব্যাটিং আর স্পিন বোলিংয়ের বেশ প্রশংসা করেছেন সুনীল গাভাস্কার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভারতকে হালকাভাবে না নেওয়ারও পরামর্শ দেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার।

গত শুক্রবার নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের ৩ উইকেটে হেরে যাওয়া ম্যাচটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন ভারতের সাবেক অধিনায়ক। বাংলাদেশের খেলা দেখে তার মনে হয়েছে, কোয়ার্টার-ফাইনালে ভারতকে বেশ সতর্কই থাকতে হবে। গাভাস্কার দেশটির টিভি চ্যানেল এনডিটিভিকে জানান, ভারতের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং আর স্পিন বোলিং হুমকি হতে পারে। “তাদের ব্যাটিং খুব ভালো মনে হচ্ছে। মাহমুদুল্লাহ বিশ্বকাপে টানা দ্বিতীয় শতক পেয়েছে, সাকিব এদিন (নিউজিল্যান্ডের বিপক্ষে) রান না পেলেও স্ট্রাইক রেট ১০০-এর ওপরে ছিল। মুশফিকের ছোটো ইনিংসটি খুব দর্শনীয় ছিল।”

এরপর বাংলাদেশের বোলিংয়েরও প্রশংসা করেন বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা গাভাস্কার। “বোলিংয়ের দিক থেকে তাদের স্পিনাররা রান কমিয়ে দেয়। মেলবোর্নের বাউন্ডারি অনেক বড়, তাই এটা (বাংলাদেশের স্পিনারদের খেলা) সহজ হবে না।”

(ওএস/পি/মার্চ ১৪, ২০১৫)