বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দাবালা খাল এলাকা থেকে শনিবার সকালে জমাদ্দার আয়নাল হক (২৯) ও মিজান শেখ (২৭)  নামে দুই বনদস্যুকে আটক করেছে বনবিভাগ।

আটকের সময় তাদের কাছ থেকে ২টি ট্রলার ও দুইটি রাম দা উদ্ধার করা হয়। আটক আয়নাল হক বাগেরহাটের মংলা উপজেলার বৈদমারী এলাকার মোক্তার জমাদ্দারের ছেলে এবং মিজান মংলা সিগনাল টাওয়ার এলাকার নূরুল ইসলাম শেখের ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন জানান, আটক দস্যুরা শুক্রবার রাতে পূর্ব সুন্দরবনের ২নং গোলপাতা কুপে দুটি ট্রলার এবং অস্ত্র নিয়ে হানা দিয়ে বাওয়ালীদের কাছ থেকে চাঁদার দাবিতে ৪ শ্রমিককে ধরে নিয়ে যায়। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা।

শনিবার সকালে বনদস্যুরা সুন্দরবনের নন্দবালা খাল থেকে পশুর নদীতে ট্রলারযোগে যাওয়ার সময় এ দুই জনকে আটক করে বন বিভাগের কর্মীরা। প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক দস্যুরা নিজেদের সুমন বাহিনীর সদস্য এবং ওই ৪ শ্রমিক অপহরণের কথা স্বীকার করেছে।

(একে/এসসি/মার্চ১৪,২০১৫)