বগুড়া প্রতিনিধি: দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করায় বগুড়ায় আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন পাঠকদের নিয়ে গঠিত বন্ধু প্রতিদিন বগুড়ার সভাপতি মনোয়ারুল ইসলাম। আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সমবায় ব্যাংক লি: এর চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম হিরু, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টর সমুদ্র হক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, সাংবাদিক এইচ আলিম। উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, এসএম আইয়ুব, মুরশিদ আলম, ঠান্ডা আজাদ, তৌফিক হাসান ময়না, শফিকুল ইসলাম শফিক, কমলেশ মোহন্ত শানু, আমজাদ হোসেন মিন্টু, জেএম রউফ, মমিনুর রশিদ সাইন, আতাউর রহমান মিলন, আবুল কালাম আজাদ, কালাম আজাদ, ইলিয়াস হোসেন, আহমেদ উল্লাহ মনু, বজলুর রশীদ সুইট, সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, ফরহাদ শাহী, সঙ্গীত রায় বাপ্পি, সাখাওয়াত হোসাইন জনি, জাকারিয়া পারভেজ, মেহেরুল সুজন, এটি বাবু, কবি আজিজার রহমান তাজ, শুভ ইসলামসহ বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ন। দেশ ও জনগনের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক পাঠপ্রিয় ও পাঠক সমাদৃত পত্রিকা। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ সকল সাংবাদিক কলাকুশলীদের শুভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৬ষ্ঠ বর্ষের পদার্পণের কেক কাটেন এবং পরে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

(এএসবি/পিবি/মার্চ ১৫,২০১৫)