টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০ টার মধ্যে পরপর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। স্কুলের সামনে পুলিশী পাহাড়া থাকলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজোয়ান জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের পেছন দিক থেকে পরপর দুটি ককটেল বিদ্যালয় প্রাঙ্গণে এসে পরলে তা বিষ্ফোরণ গঠে। এই ঘটনার পর বিদ্যালয়ে থাকা ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আতংকিত ছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করে চলে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেনসহ প্রশাসন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।


এদিকে বিদ্যালয়ের বাইরে পুলিশ প্রহরার মাঝেও বিদ্যালয়ে দুটি ককটেল বিষ্ফোরণের ঘটনায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

(আরকেপি/এএস/মার্চ ১৫, ২০১৫)