কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বিভাগ ও নৌ-বাহিনী সদস্যরা বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির জাল আটক করেছে।

রবিবার উপজেলার রামনাবাদ, টিয়াখালী, কোড়ালিয়া, রাঙ্গাবালী ও চালিতা বুনিয়া নদীর মোহনায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ টি বেহুন্দী জাল,১২ হাজার মিটার বেড় জাল, পাঁচ হাজার মিটার মশারী জাল আটক করা হয়েছে। আটককৃত জাল বিকালে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় কলাপাড়া নৌ-বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমল হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

(এমকেআর/এএস/মার্চ ১৫, ২০১৫)