কিশোরগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি নাসিম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার আসাদউল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাশির উদ্দিন ফারুকী, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার আ.ন.ম. নৌশাদ খান, জেলা ন্যাপের সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, গণতন্ত্রী পার্টি নেতা আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা যুব লীগের সভাপতি আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সহ সভাপতি আলমগীর কবীর ও সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিন।

বক্তাগণ বাংলাদেশ প্রতিদিনের বৈচিত্র্যময় ও সৃষ্টিশীল অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে বলেন, পত্রিকাটির আকাশচুম্বি পাঠকপ্রিয়তা ধরে রাখতে এর কলাকুশলীরা সচেষ্ট হবেন। আলোচনা সভার পরে আমন্ত্রিত অতিথিদের মুখে কেক ও মিষ্টি তুলে দেন জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।

আলোচনা সভার পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

(পিকেএস/এএস/মার্চ ১৫, ২০১৫)