আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত জম্মু-কাশ্মীরে ভূমিধসে ৩ জন নিহত হয়েছে। রবিবার এ ভূমিধসের ঘটনা ঘটে।

সোমবার এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।

জম্মু-কাশ্মীরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, রবিবার সন্ধ্যায় সুরানকোট এলাকায় ভূমিধসে ১৭ বছরের এক কিশোরী নিহত হয়। এছাড়া পুঞ্চ জেলায় মাটির নিচে চাপা পড়ে ৪২ বছর বয়সী এক লোক নিহত হয়। উদ্ধারকর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

এছাড়া পুলওয়ামা জেলার সুনেরগান্ড গ্রামে এক মেয়ে ও তার মা ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে। স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধারকর্মীরা মাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মেয়েকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বৃষ্টি ও তুষারপাতের কারণে ওই ভূমিধসের ঘটনা ঘটে।

(ওএস/এটিআর/মার্চ ১৬, ২০১৫)