আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বৃদ্ধা যাজককে গণধর্ষণের কয়েকঘণ্টা পার না হতেই আবারও গণধর্ষণের শিকার হলেন মধ্যবয়সী এক নারী। একজন অটোরিক্সাচালক আরো ৩ ব্যক্তিকে নিয়ে রবিবার ওই নারীকে ধর্ষণ করে।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে মানেগুদা গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, কাছের একটি গ্রামে যাওয়ার জন্য ওই নারী রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় অভিযুক্ত ওই অটোরিকশাচালক ওই নারীকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তার রিকশায় উঠতে বলে।
এরপর ওই অটোচালক আরো তিনজনকে সঙ্গে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে।

৩০ বছর বয়সী ওই নারী পুলিশের কাছে অভিযোগ করার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। নির্ভয়া আইনে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তাদের আগামীকাল আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে গত শনিবার ভোর ৪টার দিকে কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত রানাঘাটে ৭২ বছরের বৃদ্ধা এক যাজক গণধর্ষণের শিকার হন। তিনি এখন হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।

(ওএস/এটিআর/মার্চ ১৬, ২০১৫)