কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকায় আজ সোমবার দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা  হয়েছে। দূর্গাপুর ইউনিয়নে বেসরকারী প্রতিষ্ঠান বাসা’র রাওনাট ইউনিট অফিস প্রাঙ্গনে ‘সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য পুষ্টি ও শিক্ষা কার্যক্রমের আওতায় এলাকার দুই শতাধিক দরিদ্র ও অসহায় চক্ষু রোগীর সেবা দেয়া হয়েছে।
 

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্টের (বাসা) উদ্যোগে পরিচালিত চক্ষু ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র, ঔষধ, চশমা এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনূছ আলী মোল্লা, সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন, উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, আর এম সাজ্জাদ হোসেন, শিক্ষা সুপারভাইজার গোলাম মাহমুদ মোস্তফা, ডা. আব্দুর রাজ্জাক, ডা. আশরাফ উদ্দিন, ডা. দেবব্রত সরকার, ডা আফরোজা, ডা. আব্দুল্লাহ আল মামুন, বাসার ম্যানেজার ইব্রাহীম খলিল প্রমুখ।

(এসকেডি/এএস/মার্চ ১৬, ২০১৫)