বাগেরহাট  প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় স্বাধীনতা উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে

দিনের কর্মসূচী শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শিশু সমাবেশে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু,পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবনের বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের কথা আলোকপাত করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ১১ মার্চ থেকে ৮ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। এ ছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করেছেন।

(একে/পিবি/মার্চ ১৭,২০১৫)