দিনাজপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সময়ক্ষেপণ ও হয়রানির প্রতিবাদে হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে দেওয়া এক স্মারক লিপিতে এ ঘোষণা দেয় সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত থেকে আমাদানিকৃত পণ্যের পেছনে বিজিবির সিল প্রদান ও রেজিস্ট্রার এন্ট্রির মাধ্যমে সয়মক্ষেপণের প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্যকে এ স্মারক লিপি দেয়া হয়েছে।

এবিষয়ে সিএন্ডএফ এজেন্টের নেতৃবৃন্দ বিজিবির সঙ্গে একটি বৈঠক করে। বৈঠকে বিজিবিকে এভাবে সময়ক্ষেপণ না করার অনুরোধ জানানো হয়। কিন্তু বিজিবি ওই অনুরোধে সাড়া দেয় নি। তাই আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করার এই পদক্ষেপ নেওয়া হয়।

(ওএস/জেএ/মে ১২, ২০১৪)