গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও  জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উদযাপন করা হয়। সকালে  উপজেলা নির্বাহী অফিসার মামুন উল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, র‌্যালী, আলোচনা সভা, শিশু কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিনটি  পালন করা হয়।

দুপুরে বঙ্গবন্ধু প্রজন্মলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ৯৬ পাউন্ডের একটি বিশাল আকৃতির কেক কর্তন করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাখায়াত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মুকিতুর রহমান রাফি, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জর্জ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুল, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের আহবায়ক তৌকির হাসান রচি, যুগ্ম আহবায়ক আব্দুল মমিন শেখ রুবেল প্রমুখ।

(এসআরডি/এএস/মার্চ ১৭, ২০১৫)