মংলা প্রতিনিধি : মংলায় ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় গুরুতর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিহাব নামের আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এনিয়ে ভবনের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ জনে।

মংলা উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আলী প্রিন্স জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সেনাকল্যান সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরী এলাকায় নির্মাণাধীন ৪তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় তা ধসে পড়ে আহত হয় প্রায় অর্ধশতাধিক শ্রমিক। আর ওইদিন ঘটনাস্থলেই নিহত হয় ৭ জন। ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মংলা, খুলনা, যশোর ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে যশোরের সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শিহাব (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শিহাবের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামে। নিহতের লাশ মঙ্গলবার সন্ধ্যায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং পরিবারকে নগদ ২০হাজার টাকা অনুদান দেয়া হবে বলেও জানান ইউএনও প্রিন্স।

(এএইচএস/পিবি/মার্চ ১৭,২০১৫)