নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় কে এই যুবক ? আনুমানিক ১৮ বছরের বাক প্রতিবন্ধী যুবকটি পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির ছাতিয়া গ্রামের নজির উদ্দিনের ছেলে নুর আমিনের বাসায় আশ্রয় নিয়েছে।

যুবকটিকে আশ্রয়দাতা নুর আমিন জানান, ছেলেটি গত রবিবার বিকালে তার বাসায় আসে। মঙ্গলবার দুপুরে যুবকটির সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখা যায়, যুবকটি বাক প্রতিবন্ধী। কথা বলতে পারে না। তার অষ্পষ্ট ভাষায় এবং হাতের ঈশারায় বুঝা যায়, তার বাবা-মা মারা গেছেন। বর্তমানে তার বড় ভাই রয়েছেন। বেঁচে আছেন দাদা-দাদি।

দাদার কাছেই থাকতো বলে সে বুঝাচ্ছে। দাদার মুখে দাড়ি রয়েছে। দাদার একটি বড় ষাঁড় গরু রয়েছে। তার দাদা কামারের কাজ করে বলেও সে জানায়। বর্তমানে যুবকটি তার দাদার কছে যাবার জন্য কান্নাকাটি করছে। তার গায়ের রং কালো, দুই হাতের আঙ্গুল এবং পাঁয়ের নখ বাঁকা। ছেলেটির পকেটে ১শ’ টাকা পাওয়া গেছে।। ছেলেটির খোঁজ পেতে ০১৭১৪-৭৬৪৯৮৪ নম্বর মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার আশ্রয়দাতা।

(বিএম/এএস/মার্চ ১৭, ২০১৫)