বাগেরহাট প্রতিনিধি : মংলায় সেনা কল্যান সংস্থার নির্মাধীন সিমেন্ট ফ্যাক্টরীর ছাদ ধসে আহত শ্রমিক শিহাব হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে যশোর সম্মিলীত সামরিক হাসপাতালে সে মারা যায়। এনিয়ে মংলায় সিমেন্ট ফ্যাক্টরী ছাদ ধসের ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যু হল। নিহত সিহাব হোসেন রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার বাসিন্দা।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, মংলায় সিমেন্ট ফ্যাক্টরীর ছাদ ধসে আহত নির্মান শ্রমিক শিহাব হোসেন সোমবার রাতে যশোর সম্মিলীত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১২ মার্চ ছাদ ধসের ঘটনায় আহত অবস্থায় সিহাবকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলীত সামরিক হাসপাতালে পাঠানো হয়। নিহত শিহাবের লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে তিনি জানান।

গত বৃহস্পতিবার মংলা বন্দর শিল্পো এলাকায় সেনা কল্যান সংস্থার নির্মাধীন এ্যালিফ্রান্ট ব্রান্ড সিমেন্ট ফ্যাক্টরীর ঢালাই চলাকালে ছাদ ধসে ঘটনাস্থলে ৭ জন নিহত ও ৪৭ জন গুরুতর আহত হয়।

(একে/এএস/মার্চ ১৭, ২০১৫)