ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শিশু সমাবেশ, র‌্যালী, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানসহ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনকের জন্ম এবং জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় কালেক্টরেট চত্তর থেকে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্প কলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখারে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, শিশু সমাবেশ ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমী যৌথভাবে এর আয়োজন করে।

এছাড়াও ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাদরাসার শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে মাদরাসার অধ্যক্ষ ও অনুষ্ঠান কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

(এএম/এএস/মার্চ ১৭, ২০১৫)