স্পোর্টস ডেস্ক, ঢাকা : কোয়ার্টার ফাইনালের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে টিম ইন্ডিয়া। ভারতের সাবেক তারকা বোলার জাভাগাল শ্রীনাথ মনে করেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কোনো চাপ নেওয়ার দরকার নেই মহেন্দ্র সিং ধোনিদের। ২০০৪ সালে ভারতের বিপক্ষে টাইগাররা প্রথম ওয়ানডেতে জয় তুলে নেয়। ২০০৭ সালের বিশ্বমঞ্চে আবারো ভারতকে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। এরপর ২০১২ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল টাইগাররা।

এ প্রসঙ্গে শ্রীনাথ বলেন, বিশ্বমঞ্চে গত দুইবার ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাস বারবার এক রকম হয়ে আসে না। কিন্তু সবাই ২০০৭ সালের পোর্ট অব স্পেনের সে ম্যাচ নিয়েই আলোচনায় মত্ত। টাইগারদের প্রসঙ্গে শ্রীনাথ বলেন, বাংলাদেশ দিনের পর দিন তাদের খেলায় উন্নতি করে যাচ্ছে। তারা এ মুহূর্তে সেরা ক্রিকেটাই খেলে যাচ্ছে। তবে, ভারত তাদের শিরোপা ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও যোগ করেন, শিরোপা ধরে রাখার জন্য ভারতের উপর চাপ রয়েছে। তবে, সে চাপকে সামলে নেওয়ার ক্ষমতাও রয়েছে ছেলেদের। বিশ্বমঞ্চে টপ ফেভারিট হয়েই টিম ইন্ডিয়া তাদের মিশন শুরু করেছে।

(ওএস/পি/মার্চ ১৭, ২০১৫)