জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় হলের চার শিক্ষার্থী আহত হন।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা ও মওলানা ভাসানী হলের মধ্যবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে শহীদ রফিক-জব্বার হলের সামনে ঘুরতে গেলে ঐ হলের শিক্ষার্থীরা ওই মেয়েকে উত্ত্যক্ত করে। পরে ওই শিক্ষার্থী তার হলের ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের এ ঘটনা জানালে বটতলা এলাকায় দুই হলের শিক্ষার্থীরা সমঝোতা বৈঠকে বসে।

সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা শহীদ রফিক-জব্বার হলের শামীম ও মেননকে মারধর করে।

পরে মওলানা ভাসানী হলের ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিংসা দেওয়ার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা জানান, শামীম প্রথমে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী হাবিব ও উজ্জলকে আঘাত করে। তারপর উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।


পরে শহীদ রফিক-জব্বার হলের কয়েকশ শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আক্রমণের উদ্দেশে বের হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা তাদের মুখোমুখি অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকলে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশে খবর দিলে এক প্লাটুন পুলিশ এসে বটতলা এলাকায় অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/মে ১২, ২০১৪)