স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো বিশ্ব কটন সামিট হতে যাচ্ছে। আগামী শুক্রবার রেডিসান ব্লু হোটেলে দুই দিনব্যাপী এই সামিটের আয়োজন করেছে বাংলাদেশ কটন এসোসিয়েশন (বিসিএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার দুপুরে বিটিএমএ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিটিএমএ-এর সভাপতি তপন চৌধুরী ও বিসিএ সভাপতি মুহাম্মদ আইউব।

তপন চৌধুরী বলেন, দেশে প্রথমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভারত, পোল্যান্ড, আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের ২৫০ জনের বেশি বিদেশি অতিথি অংশ নেবেন।

থাকবে ১৩টি সেশনে মত বিনিময় অনুষ্ঠান। সেখানে সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িতরা ব্যবসার নানা দিক তুলে ধরবেন।

এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, আমরা নানা সংকটের মধ্যে টিকে আছি। তবে নতুন বিনিয়োগ হবে না যদি সংকট না কাটে। আশা করি সংকট কেটে যাবে।

অপর একই প্রশ্নে বিটিএমএসহ সভাপতি শওকত আজিজ বলেন, সব স্বাভাবিক হয়ে যাবে সেদিই আমরা চাই।

তুলা মজুদের জন্য ওয়ার হাউজ স্থাপন নিয়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলেও জানান শওকত আজিজ।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০১৫)