আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বারানসিতে হেভিওয়েট প্রার্থীদের সফরের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এক সপ্তাহ আগে রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা আমেথিতে মোদির রোডশোর জবাব দিতেই শনিবার মোদির নির্বাচনী এলাকা বারানসিতে কংগ্রেস প্রার্থী অজয় রায়ের পক্ষে প্রচারণা চালিয়েছেন রাহুল।

উত্তরপ্রদেশের ১৮টি আসন, পশ্চিমবঙ্গের ১৭টি আসন ও বিহারের ৬টি আসনে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিতে হচ্ছে।

এই নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বারানসিতে লড়ছেন তারা।

এ ছাড়া রয়েছেন- সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম সিং যাদব, কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি নেতা জাগদামবিকা পাল ও কেন্দ্রীয় মন্ত্রী আর পি এন সিং।

শেষ ধাপের এই নির্বাচনে লোকসভার ৪১টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬০৬ জন প্রার্থী। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের ৯ কোটিরও বেশি ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘায়িত এ ভোটের ফল প্রকাশ করা হবে শুক্রবার।

(ওএস/অ/মে ১২, ২০১৪)