বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ কবিতা লেখায় টিটু হিরা নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের জোবাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় ওই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র টিটু হিরা বঙ্গবন্ধুকে নিয়ে একটি কুরুচিপূর্ণ কবিতা লিখলে অন্য ছাত্ররা বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষনিক ভাবে গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির আহম্মেদেরকে জানায়। ইউপি চেয়ারম্যান কচুয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে স্কুল ছাত্র টিটু হিরাকে আটক করে। আটক টিটু গজালিয়া ইউনিয়নের কির্তনখালী গ্রামের সমর হিরার ছেলে।
এবিষয়ে কচুয়া থানার ওসি শেখ শমশের আলী জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় স্কুল ছাত্র টিটুকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এএস/মার্চ ১৮, ২০১৫)