জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের কুশিয়ারা নদীর উজির পুর গ্রামে গত দুই দিনের ভয়াবহ ভাঙ্গনে নদী তীরের মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। ঘরবাড়ি, গাছপালা, জায়গা জমি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে।

হুমকির মুখে রয়েছে উজিরপুর ও বড়চালিয়া গ্রামের অর্ধশতাধিক বাড়ীঘর বড়চালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভাঙ্গনের কবলে পড়ে ভুমিহীন হচ্ছেন অনেক পরিবার। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ী ও প্রচুর ফসলী জমি ও কুশিয়ারা বেড়ী বাঁধ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, বুধবার মাত্র কয়েকমিনিটের ব্যবধানে প্রায় ৫ একর ভূমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। তিনি বলেন, এমন ভয়াবহ ভাঙ্গন কল্পনাও করিনি। এই ভাঙ্গন প্রতিরোধে অচিরেই ব্যবস্থা নেওয়া উচিত।

উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, সীমান্ত নদী কুশিয়ারার ভাঙ্গনে সরকারের অধিক গুরুত্ব দেয়া উচিত। কুশিয়ারার এক ইঞ্চি নদী ভাঙ্গন মানে দেশের এক ইঞ্চি মানচিত্র কমে যাওয়া।

এলাকাবাসী অচিরেই নদী ভাঙ্গন রোধে ব্লক বা পাথর ফেলে এ জনপদের বসতভিটা ও জায়গাজমি রক্ষার দাবী জানান।

(এসপি/এএস/মার্চ ১৮, ২০১৫)