কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সমাজে অগ্রহনযোগ্য কর সুবিধা প্রদানের বিরুদ্ধে যুব আন্দোলন সহায়তা ও দরিদ্র বান্ধব কর ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে প্রিন্ট ও অনলাইন মিডিয়া এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ার উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে সংস্থার কার্যালয়ে বুধবার বিকাল তিনটায় এ সভা অনুষ্ঠিত হয়। আভাস’র প্রকল্প ম্যানেজার মো. মনিরুল ইসলাম’র সঞ্চালনায় সভায় ধারনাপত্র উপস্থাপন করেন সংস্থার কমিউনিটি ডেভলপমেন্ট কর্মকর্তা মো. নাজমুল হোসেন। আলোচনা করেন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, মিলন কর্মকার রাজু, জাহিদ হোসেন রিপন, এসকে রঞ্জন, তুষার হালদার, গৌতম হাওলাদার, সুজন মৃধা, পিন্টু ভট্টচার্য প্রমুখ। সভায় অনলাইন আন্দোলনের মাধ্যমে দারিদ্র বান্ধব কর ব্যবস্থাপনা প্রদানের লক্ষ্যে কর ন্যায্যতা ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন নামে ফেইসবুক গ্রুপ পেইজ ও লাইক পেইজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্যেগ গ্রহন করা হয়।

(এমকেআর/এএস/মার্চ ১৮, ২০১৫)