কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : খাল-জলাধার দখল, দূষণ এবং ভরাট রোধে করণীয় শীর্ষক মতবিনিয় সভা বুধবার সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র (বেলা)আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা মো. জাহাঙ্গীর হোসেন। সভায় ধারণাপত্র পাঠ করেন সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু। বেলা বরিশাল’র সমন্নয়কারী লিংকন বায়েন এর সঞ্চালনায় সভায় অনাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলা’র আইনবিদ রেহমোনা নুরাইন কলাপাড়া মহিলা কলেজ অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, সমাজ সেবা কর্মকর্তা শিলা রানী দাস , উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান, অধ্যক্ষ মাও. হাবিবুর রহমান, সিদ্দিকু রহমান। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন আলাউদ্দিন শিকদার, মোসা। মর্জিনা বেগম, গিয়াস উদ্দিন তাুকদার, সিদ্দিক মুন্সী প্রমুখ।

বক্তারা পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তোলার জন্য সমাজের সব শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসা আহবান জানান।

(এমকেআর/এএস/মার্চ ১৮, ২০১৫)