আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রাজু উপজেলার ফুল্লশ্রী বাইপাস সড়ক মোড় থেকে যবসেন গ্রামের মনু সিকদারের ছেলে তুহিন (১৯) কে ৩ পিস ইয়াবা ও ২ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করেছে। এঘটনায় ওইদিনই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।


(টিবি/এএস/মার্চ ১৮, ২০১৫)