রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক সংখ্যালঘূর বাড়ীর বসতঘর সংলগ্ন খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার গাইয়ারচর গ্রামের অজিত ডাক্তারের বাড়ীতে এঘটনা ঘটে। ঘটনাস্থলের অল্প দুরে কেম্পেরহাট রাধাগোবিন্দ মন্দিরে বাৎসরিক নাম যজ্ঞানুষ্ঠান চলায় হিন্দু অধ্যুষিত ওই গ্রামজুড়ে এঘটনায় চরম আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে সোলাখালি এলাকার সোনার বাড়ীতে একই রাতে সুজন মজুমদারের খরের গাদায় অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

জানাযায়, প্রতিদিনের ন্যায় রাতে অজিত ডাক্তার বাড়ীর সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজিত ডাক্তারের বসত ঘরের লাগোয়া খরের গাদায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। টের পেয়ে বাড়ীর লোকজনের সৌর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভায়। অল্পের জন্য রক্ষা পায় অজিত ডাক্তারের বসতঘর। এদিকে একইরাতে সোলাখালি এলাকার সোনার বাড়ীর সুজন মজুমদারের খরের গাদায়ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় দুবৃত্তরা।

রায়পুর থানার ওসি মনজুরুল হক আকন্দ বলেন, খরের গাদায় অগ্নিসংযোগের ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে। ওই গ্রামে রাতের পুরিশ পাহারা বাড়ানো হয়েছে।

(পিকেআর/পিবি/মার্চ ১৯,২০১৫)