স্পোর্টস ডেস্ক, ঢাকা : বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশের কাছে প্রথম দিকে অনেকটা অসহায় বোধ করছিল।

দ্রুত দু উইকেট ধাওয়ান এবং কোহলির আউটের পর ইনিংস মেরামতের কাজ করলেও তাসকিনের শিকারে পরিনত হয়ে ১৯ রানে আউট হন রাহানে। উইকেট পাওয়ার পর তাসকিন এবং অধিনায়ক মাশরাফির বডি স্লাম সেলিব্রেশন দ্বিগুন বাড়িয়ে দেয় উইকেট পাওয়ার আনন্দকে।

(ওএস/পি/মার্চ ১৯, ২০১৫)