নাটোর প্রতিনিধি : বৃহষ্পতিবার নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আরিফুল ইসলাম (অটো রিক্সা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৭৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম জিন্নাহ (টেবিল ফ্যান) পেয়েছেন ৫ হাজার ১৩০ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের মোট ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এই ইউনিয়নে মোট ভোর ছিল ২০হাজার ৫’শ ৮৪ জন ভোটার । এর মধ্যে পুরুষ ১০হাজার ৩’শ ৫৪ ও নারী ১০ হাজার ৩’শ ৩০জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত আরিফুল ইসলাম (অটো রিক্সা), বিএনপি সমর্থিত আব্দুস সোবহান (তালগাছ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাহেদুল ইসলাম জিন্নাহ (টেবিল ফ্যান)।

সিংড়া উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, ৯টি কেন্দ্রের জন্য ৯জন ম্যাজিস্ট্রেট, ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১২৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন ।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে পুলিশ ,র‌্যাব ও আনসার সদস্য সহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

(এমআর/এএস/মার্চ ১৯, ২০১৫)